ইরান-চীন সম্পর্ক কৌশলগত ও গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্ট রুহানি

আগের সংবাদ

তুরস্কে ২,৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাত উদ্ধার

পরের সংবাদ

ইরাক থেকে কিছু সেনা সরিয়ে নিল আমেরিকা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ , ৮:১৩ অপরাহ্ণ

ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে একদল মার্কিন সেনা দেশে ফিরে গেছে। ইরাকের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

এসব সেনাকে ইরাক থেকে সরাসরি আমেরিকার টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইরাকি সূত্রগুলো বলছে সেনা সরিয়ে নেওয়ার খবর সত্য হলেও এটা অস্পষ্ট যে কয়জন সেনা দেশে ফিরে গেছে।

এর আগে খবর এসেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগামী মাসে বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে।

সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে।

গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে।

হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না।

ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। সূত্র : পার্সটুডে