আইসিসি ঘোষিত লিবিয়ার মোস্ট ওয়ান্টেড কমান্ডার নিহত

আগের সংবাদ

মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্বের পরিণতির বিষয়ে তালেবানের নয়া হুঁশিয়ারি

পরের সংবাদ

২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও চীন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ , ৮:০০ অপরাহ্ণ

২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) তেহরানে এই চুক্তিতে সই করেন।

ওয়াং ই গতকালই তেহরানে পৌঁছান। চুক্তি সইয়ের আগে আজ প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপদেষ্টা ড. আলী লারিজানিসহ কয়েক জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৭১ সালে বেইজিং-এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান।

আজ স্বাক্ষরিত চুক্তির ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হলো। দ্বিপক্ষীয় এই চুক্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ রয়েছে। তবে অর্থনৈতিক সহযোগিতাই মূল বিষয় বলে জানা গেছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী

এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতেও দুই দেশ চুক্তিতে সম্মত হয়েছে।

সম্প্রতি ইরানের মন্ত্রিসভা চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তির খসড়া অনুমোদন করে।

২০১৬ সালের জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সফরের সময় কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের প্রস্তাব দেন। এরপর দুই দেশই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করে। সূত্র : পার্সটুডে