পেট্রোল ও ডিজেল আমদানিকারক থেকে এখন রপ্তানিকারক হয়েছে ইরান: প্রেসিডেন্ট

আগের সংবাদ

উত্তর কোরিয়ার এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগে আমেরিকা

পরের সংবাদ

খুদারিকে মুক্তি দিন: সৌদিকে হামাস

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ , ১০:০৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ড. মোহাম্মাদ আল-খুদারিকে কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গত তিন বছর ধরে খুদারি সৌদি কারাগারে আটক রয়েছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে সংকটাপন্ন।

হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ আবু মারজুক গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্ট খুদারির মুক্তি দাবি করেন। ৮৩ বছর বয়সী মোহাম্মদ আল-খুদারির স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করে আবু মারজুক উদ্বেগ প্রকাশ করেন।

তিনি হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সৌদি আরবের কারাগারে আটক ফিলিস্তিদেরকে মুক্তি দেয়ার আহ্বার জানান তিনি।

আবু মারজুক বলেন, ৮৩ বছর বয়সী নেতার স্বাস্থ্যের অবস্থা খুবই গুরুতর। তাকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। একইভাবে তার ছেলে এবং অন্য ফিলিস্তিনিদেরকেও আটক রাখা হয়েছে। আমরা খুদারি ও তার ছেলেসহ সমস্ত ফিলিস্তিনিকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাই। সূত্র : পার্সটুডে