ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন পেট্রোল ও ডিজেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে, যদিও আট বছর আগেও দেশটি বিদেশ থেকে পেট্রোল ও ডিজেল আমদানি করতো। এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তেল মন্ত্রণালয়ের কয়েকটি জ্বালানি উৎপাদন কেন্দ্রের কমকর্তা-কর্মচারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় তিনি এ কথা বলেন।
রুহানি আরও বলেন, পেট্রোল ও ডিজেল খাতে আমরা স্বনির্ভরতা অর্জন করেছি এবং তা রপ্তানি করছি। পর্যাপ্ত উৎপাদন ক্ষমতার পাশাপাশি আমাদের রয়েছে জ্বালানি স্থানান্তরের উপযুক্ত ব্যবস্থা।
ইরান অনেক আগে থেকেই অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের প্রথম সারির দেশ হলেও আট বছর আগেও দেশটি পেট্রোল ও ডিজেলের মতো পরিশোধিত জ্বালানি আমদানি করত।
ইরানের প্রেসিডেন্ট গ্যাস উৎপাদন ও সরবরাহে দেশের সক্ষমতা প্রসঙ্গে বলেন, গত এক বছরে গ্যাস উৎপাদন ৬ শতাংশ বেড়েছে। এখন দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে একশ’ কোটি ঘন মিটার। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, এক বছরে আমরা ১০ হাজার কোটি ঘন মিটার গ্যাস রপ্তানি করতে সক্ষম। এই খাত থেকেও বিপুল অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সূত্র : পার্সটুডে