আমেরিকার পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা পায় নি ইরান

আগের সংবাদ

সৌদি বিমান বন্দরের সামরিক ঘাঁটিতে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা

পরের সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২১ , ১০:১৯ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন নেওয়ার দুদিন পরে ইমরান খানের করোনা শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান তার বাড়িতে আইসোলেশনে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

ইমরান খান টিকা নেয়ার আগের দিনই টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে তারা কোন দেশ ও কোম্পানির টিকা নিয়েছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানে টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগুচ্ছে। দেশটি পর্যাপ্ত সংখ্যক টিকার ব্যবস্থা করতে পারেনি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র বলছে, চীনের সিনোফার্মের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : পার্সটুডে