সুচির বিরুদ্ধে আরো দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে

আগের সংবাদ

ক্ষেপণাস্ত্র খাতের উচ্চ লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ইরান: প্রতিরক্ষামন্ত্রী

পরের সংবাদ

মা’রিব প্রদেশের আরো একটি এলাকা মুক্ত করল হুথি যোদ্ধারা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২১ , ১০:৪৪ অপরাহ্ণ

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আরো একটি এলাকা মুক্ত করে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রদেশটিতে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইয়েমেনি বাহিনী।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হুথি সমর্থিত বাহিনী মা’রিব প্রদেশের সিরওয়াহ অঞ্চলের পাহাড়ি আল-আতিফ এলাকা মুক্ত করেছে। তবে তার আগে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ও আল-কায়েদা সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড লড়াই হয়।

এদিকে গত কয়েক ঘণ্টায় সৌদি জঙ্গিবিমান মা’রিব প্রদেশের পশ্চিমে অন্তত ১২ বার বোমা হামলা চালিয়েছে। তেল এবং গ্যাস-সমৃদ্ধ মা’রিব প্রদেশকে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।

হুথি আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আবদুস সালামও এর আগে বলেছেন, দখলদারদের জন্য মা’রিব প্রদেশটি শক্ত সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে। সূত্র : পার্সটুডে