ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ (বুধবার) রাজধানী ইসলামাবাদে দুদিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইমরান খান তার আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কঠিন।
পাক প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। পাক প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না। আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না।”
ইমরান খান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানিসমৃদ্ধ দেশ। এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে। সূত্র : পার্সটুডে