শুরু হচ্ছে ইরান-রাশিয়া যৌথ নৌমহড়া; 'এটি একটি স্পষ্ট বার্তা'

আগের সংবাদ

নাইজেরিয়ার উপকূল থেকে অপহৃত তুর্কি নাবিকরা দেশে ফিরেছেন

পরের সংবাদ

সিনেটে ট্রাম্পের বেকসুর খালাস গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়: বাইডেন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ , ১০:২২ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিনেটের অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেকসুর খালাস পাওয়া গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়। তিনি শনিবার সিনেটে বিচারের রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন।

জো বাইডেন বলেন, চূড়ান্ত ভোটে হয়ত দোষী সাব্যস্ত হননি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও সন্দেহ নেই। এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়। যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর। তাই একে সব সময় রক্ষা করতে হবে।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন।

দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।

কিন্তু প্রয়োজনীয় সংখ্যক সিনেটর ট্রাম্পকে দোষী হিসেবে ঘোষণা না করায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। সিনেটের অভিশংসনে দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারতেন না ট্রাম্প। সূত্র : পার্সটুডে