ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন অব্যাহত থাকলে হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি গতকাল (শনিবার) সন্ধ্যায় লেবাননের আল-মায়েদিনে টেলিভিশন চ্যানেলকে বলেছেন, যখনই সৌদি জোট ইয়েমেনে বোমা বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই ইয়েমেনি হুথি আন্দোলন তাদের হামলা বন্ধ করবে।
তিনি বলেন, “ইয়েমেনের ওপর যদি বোমাবর্ষণ বন্ধ থাকে তাহলে আমরাও হামলা বন্ধ করতে প্রস্তুত রয়েছি।” তিনি বলেন, এখন পর্যন্ত আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশে তৈরি যুদ্ধবিমান ইয়েমেনের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।
আলী আল-হুথি স্পষ্ট করে বলেন, “আমরা বারবার বলছি আগ্রাসীরা তাদের হামলা বন্ধ করলে তার বিপরীত আমরা হামলা বন্ধ করবো কিন্তু সৌদি জোটের আগ্রাসন যদি অব্যাহত থাকে তাহলে তারাও ইয়েমেনের হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না।”
সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমান বন্দরের ওপর ইয়েমেনি যোদ্ধারা সামাদ ড্রোন দিয়ে হামলা চালানোর পর মোহাম্মদ আলী আল-হুথি এসব কথা বললেন। ওই হামলায় ইয়েমেনি ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গণমাধ্যমকে জানিয়েছেন। সূত্র : পার্সটুডে