মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি আমরা নড়েচড়ে না বসি, তাহলে চীন আমাদের খাবারেও ভাগ বসাবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং’র সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপের পর সিনেটরদের সঙ্গে এক বৈঠকে গতকাল তিনি এ কথা বলেন।
বাইডেন সিনেটরদের বলেন, চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। বাইডেন বলেন, ‘চীন পরিবহন, পরিবেশ ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। আমাদের এসব খাতে পদক্ষেপ বাড়াতে হবে।’
তিনি বলেন, বেইজিং দমনমূলক ও অন্যায্য বাণিজ্য নীতি অনুসরণ করছে। তাইওয়ান, হংকং ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন। বাইডেনের আশঙ্কা চীন আমেরিকার অধিকার হরণ করবে।
এর আগে বাইডেন গণমাধ্যমকে বলেছিলেন, চীন হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সূত্র : পার্সটুডে