বিজেপি পার্টি ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা বাধায় : মমতা বন্দ্যোপাধ্যায়

আগের সংবাদ

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব গ্রহণযোগ্য নয়: রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা কমেছে : নিত্যানন্দ রাই

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ , ১০:৫১ অপরাহ্ণ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা কমেছে। আজ (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি ওই তথ্য জানিয়েছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২০ সালে ৪৮৯ টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে ৯৫৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সালে এই জাতীয় ঘটনার সংখ্যা ছিল ৬৫৪ এবং ১,৬০১ জনকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে অনুপ্রবেশের সংখ্যা ছিল ৪৫৬, গ্রেফতার হয়েছিল ৯০৭ জন। ২০১৮ সালে ৪২০ টি অনুপ্রবেশের ঘটনায় ৮৮৪ জনকে গ্রেফতার করা হয়। একইভাবে ২০১৯ সালে ৫০০ টি অনুপ্রবেশের ঘটনায় ১,১০৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।

রাজ্যসভায় রাকেশ সিনহা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টিও উত্থাপন করেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কেও তিনি জিজ্ঞেস করেন। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, রাজ্যে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের ৩৩ টি ঘটনা অমীমাংসিত রয়েছে। এ কারণে, রাজ্যে সীমান্তের বেড়া লাগানো বাধাগ্রস্ত হচ্ছে।

একই ইস্যুতে এক পরিপূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৭৬ শতাংশ বেড়া দেওয়া হয়েছে। ১০ কিলোমিটার ধরে কাজ চলছে। ভৌগলিক পরিস্থিতি ও সীমান্তে নদীর অঞ্চলগুলোর কারণে ৩১৯ কিলোমিটার বেড়া লাগানো যাবে না। ওই এলাকায় যৌথ বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র : পার্সটুডে