হিজবুল্লাহর প্রতিশোধের আশঙ্কায় অস্বস্তিতে ইসরাইল, আবারও হুমকি

আগের সংবাদ

হামাস প্রতিনিধি ডা. খুদারিকে মুক্তি দিতে সৌদি রাজার কাছে আবেদন

পরের সংবাদ

আরবি ভাষায় প্রতিশোধের প্রতিশ্রুতি দিলেন ইরানের বিচার বিভাগের প্রধান

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ১০:২০ অপরাহ্ণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ অবশ্যম্ভাবী।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছে প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলছি প্রতিশোধ অবশ্যম্ভাবী।

রায়িসি আজ (মঙ্গলবার) ইরাক সফরকালে এ কথা বলেন। তিনি আরবি ভাষায় এই বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আয়াতুল্লাহ রায়িসি আজ বাগদাদে ইরাকের বিচার সংক্রান্ত উচ্চ পরিষদের প্রধান ফায়িক যিদানের সঙ্গে বৈঠকে আরও বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক ও যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বেড়ে চলেছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে বলে তিনি মন্তব্য করেন।

গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের হাশ্‌দ আশ শাবি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইনুল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পরবর্তীতে দুই দেশের আদালতই মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সূত্র : পার্সটুডে