লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক সেনা হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় আগের হুমকির পুনরাবৃত্তি করেছে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ।
তিনি বলেছেন, তাদের উত্তর ফ্রন্টে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য লেবাননকে কঠিন মূল্য দিতে হবে। ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
ইসরাইলি যুদ্ধমন্ত্রী হুমকি দিয়ে বলেন, উত্তর ফ্রন্টে কোনো সংঘাত দেখা দিলে সেখানে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে। আর এর জন্য লেবাননকে দায়ী থাকতে হবে। হিজবুল্লাহ সীমান্তের কাছে যুদ্ধ সরঞ্জাম মজুদ করেছে বলে তিনি দাবি করেন।
এর আগে ইসরাইলের আরেক কর্মকর্তা আভিভ কুখাভি হুমকি দিয়ে বলেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাধলে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন ও গাজার আবাসিক এলাকায় হামলা চালাবে।
গত বছরের আগস্টে সিরিয়ায় ইসরাইলি হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক সেনা শহীদ হন। হিজবুল্লাহ এ ধরণের যেকোনো হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে থাকে।
এ কারণে ইসরাইল এরপর বার্তা দিয়ে জানায়, তারা ভুলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এরপরও হিজবুল্লাহ প্রতিশোধ নেবে বলে আশঙ্কা করছে তেল আবিব। সূত্র : পার্সটুডে