ভুল শোধরান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখুন: আমেরিকাকে চীন

আগের সংবাদ

নতুন ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ইরান, রুশ টিকা দেওয়া শুরু মঙ্গলবার

পরের সংবাদ

রাশিয়া-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে: বোরেল

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ১০:২২ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ২৭ জাতির এ জোটের সঙ্গে রাশিয়ার বর্তমান সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির আটকের ঘটনাকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই অচলাবস্থা দেখা দিয়েছে বলে তিনি জানান।

জোসেফ বোরেল তার ব্যক্তিগত উদ্যোগে তিন দিনের জন্য মস্কো সফর করেন এবং গতকাল (শনিবার) সে সফর শেষ হয়। মস্কো অবস্থানকালে তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নাভালনিকে মুক্তি দেয়ার জন্য মস্কোর প্রতি জোরালো আহ্বান জানান।

নাভালনিকে সম্প্রতি মস্কোর একটি আদালত সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। সাত বছর আগের একটি অর্থ আত্মসাতের মামলায় স্থগিত কারাদণ্ডাদেশের শর্ত লঙ্ঘন করার কারণে ওই রায় দেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো রুশ বিরোধী দলের নেতার কারাদণ্ডের ঘটনাকে ভালো চোখে দেখছে না।

নাভালনিকে আটকের পর ইউরোপের কোনো কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সঙ্গে আলাপের সময় জোসেফ বোরেল দাবি করেন যে, নাভালনিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে নি। তবে রাশিয়া পশ্চিমাদের চাপ এবং অভিযোগকে আমলে নিচ্ছে না। সূত্র : পার্সটুডে