রাশিয়ার 'স্পুতনিক-ভি' টিকার অনুমোদন দিল ইরান

আগের সংবাদ

প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে না আমেরিকা

পরের সংবাদ

‘হেলিকপ্টার বহরের দিক থেকে ইরান বিশ্বে তৃতীয়’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১ , ৭:৪৯ অপরাহ্ণ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান আফশিন খাজাফার্দ বলেছেন, দেশের চাহিদা পূরণ করে ইরানের জাতীয় হেলিকপ্টার ‘সাবা-২৪৮’ বন্ধুপ্রতীম মুসলিম দেশগুলোতে রপ্তানি করা হবে।

তিনি জাতীয় হেলিকপ্টার ব্যাপক সংখ্যায় উৎপাদনের বিষয়ে এক সমঝোতা চুক্তি সইয়ের অনুষ্ঠানে এ কথা বলেন।

খাজাফার্দ

আফশিন খাজাফার্দ আরও বলেন, হেলিকপ্টার নির্মাণের এই প্রকল্প দেশের উৎপাদন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, হেলিকপ্টারের বহরের দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যে শীর্ষে এবং বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই ইরানের অবস্থান বলে তিনি জানান।

ইরানের হেলিকপ্টার ব্যবস্থাপনা, নির্মাণ ও আধুনিকীকরণ বিষয়ক সংস্থা সব ধরণের সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশাল ও বৈচিত্র্যময় হেলিকপ্টার বহর গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। সূত্র : পার্সটুডে