ইরানের আমন্ত্রণে তেহরান সফরে তালেবান প্রতিনিধিদল

আগের সংবাদ

কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে তথ্য স্থানান্তরের সফল পরীক্ষা চালালো ইরান

পরের সংবাদ

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী: রাজনৈতিক ভবিষ্যত অনিশ্চিত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১ , ৪:৫৩ অপরাহ্ণ

ইতালির প্রধানমন্ত্রী জুজেপে কন্তে পদত্যাগ করেছেন। করোনাভাইরাস সঙ্কটে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল নিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টির পর তিনি পদত্যাগ করলেন।

গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দেন কন্তে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে তিনি তার পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট এখন জাতীয় সংসদে দলের নেতাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন। আলোচনা চলাকালীন কন্তে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারেন।

ধারণা করা হচ্ছে- সরকার গঠনের আরেকটি সুযোগ পেতে ভেবে-চিন্তেই কন্তে পদত্যাগের এই পদক্ষেপ নিয়েছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর কন্তেকে আরো শক্তিশালী একটি সরকার গড়ার সুযোগ দিতে পারেন প্রেসিডেন্ট।

করোনাভাইরাস সঙ্কট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে সংসদের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান কন্তে। কন্তে সরকারের করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেয়া এবং অর্থনৈতিক মন্দা নিয়ে বিরোধের কারণে জোটে এই ভাঙন ধরে। সূত্র : পার্সটুডে