দ. চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট; চীন-আমেরিকা উত্তেজনা বাড়ছে

আগের সংবাদ

ইয়েমেন বিষয়ে নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন: এখন যুদ্ধ অবসানের কথা বলছে সৌদি

পরের সংবাদ

সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১ , ১০:১১ অপরাহ্ণ

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরব বুঝতে শুরু করেছে যে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতির ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাকে স্বাগত জানাবে।

ইরানের ইসনা বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এসব কথা বলেছেন। আজ (রোববার) তার সাক্ষাৎকার প্রকাশ করেছে ইসনা।

খাতিবজাদে বলেন, যদি রিয়াদ আন্তরিকভাবে তাদের এজেন্ডায় সংস্কার আনে এবং এই উপসংহারে পৌঁছায় যে, আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ উপায় তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান হবে এই পরিবর্তনকে স্বাগত জানানো প্রথম দেশ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

তিনি বলেন, “আমরা সব সময় জোর দিয়ে বলে এসেছি যে, আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী দেশগুলোকে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছাতে হবে এবং এই সমঝোতা ‘নিরাপত্তা মেকানিজম’ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করবে যা এ অঞ্চল শাসনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, “শান্তির জন্য আমাদের হাত ইরানের দিকে প্রসারিত।” অবশ্য তিনি অভিযোগ করে বলেছেন যে, রিয়াদের সঙ্গে আলোচনায় আন্তরিক নয় ইরান এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ নয়। সূত্র : পার্সটুডে