সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলা; নিহত ৩

আগের সংবাদ

ইরানে চলতি মাসেই টিকা দেয়া শুরু হতে পারে: প্রেসিডেন্ট রুহানি

পরের সংবাদ

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১ , ৯:০৫ অপরাহ্ণ

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান উত্তেজনা কমানোর ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ নয়।

২০১৬ সালে সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ডের পর বিক্ষুব্ধ জনতা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালানোর পর রিয়াদ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সেই থেকে দেশটি ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়নে সহযোগিতা করেছে।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রিয়াদের সঙ্গে আলোচনায় তেহরান মোটেই আন্তরিক নয়। ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমাদের হাত প্রসারিত কিন্তু ইরান কোন চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।

শহীদ আয়াতুল্লাহ শেখ নিমর

কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলোর প্রতি আহবান জানানোর পর ইরান তার ওই প্রস্তাবকে স্বাগত জানায়। এর দুদিন পর সৌদি আরবের পক্ষ থেকে এই বক্তব্য এলো।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও ইরান বহু উপলক্ষে আরব দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে পরমাণু সমঝোতা সম্পর্কে বলেছেন, এটি দুর্বল একটি চুক্তি কারণ এতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের অংশগ্রহণ নেই। সূত্র : পার্সটুডে