ইরাকে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২৮, ইরানের তীব্র নিন্দা

আগের সংবাদ

ট্রাম্প প্রশাসনের বিদায়ের শেষ মুহূর্তে জঙ্গিবিমান এবং ড্রোন বিক্রির চুক্তি

পরের সংবাদ

ইরানের পতন ঘটানোর হুমকিদাতারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে: ড. রুহানি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১ , ৬:১৭ অপরাহ্ণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যারাই হুমকির সুরে ইরানের পতন ঘটানোর কথা বলেছে তারাই লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এবং তাদেরই পতন ঘটেছে। তিনি আজ (বৃহস্পতিবার) ‘বিদবুলান্দ’ গ্যাস শোধনাগার উদ্বোধনের সময় এ কথা বলেন।

তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ক্ষমতার শেষ দিনগুলোতে তাদের কর্মকাণ্ড মার্কিন জনগণসহ গোটা বিশ্বের কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে। সবাই দেখেছে ষড়যন্ত্রকারীরা কতটা গণতন্ত্রবিরোধী।

রুহানি বলেন, ইরান জ্বালানির রিজার্ভের দিক থেকে এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে ইরানে। এখানে ৩২ হাজার বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে।

তেল ও গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ইরানের বিশেষ অবস্থানের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘গোটা বিশ্বেরই ইরানের তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা রয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র বিদ্যুৎ ও গ্যাসের উত্পাদন ও রপ্তানিতে এই অঞ্চলের প্রধান কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। সূত্র : পার্সটুডে