আমেরিকায় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের আরো সহিংসতার আশঙ্কা জোরদার হচ্ছে তখন পদত্যাগ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান চ্যাড উল্ফ।
গত বুধবার মার্কিন ক্যাপিটাল হিল ভবনে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলা এবং লুটতরাজের পর বিদায়ী ট্রাম্প প্রশাসনের পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে তিনি হলেন তৃতীয়।
আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে সম্পূর্ণ নিরাপত্তা দেয়ার দায়িত্ব উল্ফের। তার আগে তিনি পদত্যাগ করলেন। সময় গড়ানোর সাথে সাথে এই আশঙ্কার জোরদার হচ্ছে যে, বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে আমেরিকায় অনেক বেশি সহিংসতা হতে পারে।
পদত্যাগের পর উল্ফ বলেছেন, “আমি এই সিদ্ধান্ত নেয়ার জন্য দুঃখিত। আমার ইচ্ছা ছিল এই প্রশাসনের শেষ পর্যন্ত আমি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করব।”
চ্যাড উল্ফের পদত্যাগের বিষয়ে অবশ্য হোয়াইট হাউজ কোনো মন্তব্য করে নি। সূত্র : পার্সটুডে