ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা আইএইও’র মুখপাত্র বেহরুজ কামালবান্দি জানিয়েছেন, তার দেশ সহজেই শতকরা ৯০ মাত্রার পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে।
ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় ২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হওয়ার কয়েক দিন পর কামালবান্দি এ কথা বললেন। তিনি বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে আমাদের উন্নয়ন এতটাই হয়েছে যে, ৪০, ৬০ কিংবা ৯০ মাত্রায়ও সমৃদ্ধ করতে পারি।”
গত সোমবার ইরানের সরকার ঘোষণা করে যে, তারা নতুন করে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের জাতীয় সংসদে ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ নামে একটি বিল পাস করা হয় যাতে অতিসত্বর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আহ্বান জানানো হয়। ইরানের জাতীয় সংসদে ওই বিল পাস হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে এবং ইরান সরকার বাস্তবায়ন করতে বাধ্য।
কামালবান্দি গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের জানান, নতুন এই আইনের আওতায় ইরানের আণবিক শক্তি সংস্থা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন দিয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো খাতে কাজে লাগানো যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সূত্র : পার্সটুডে