ইসরাইলি হামলা বন্ধ করতে জাতিসংঘের প্রতি দামেস্কের আহ্বান

আগের সংবাদ

তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব; পূর্ণ সমর্থন জানাল রাশিয়া

পরের সংবাদ

জেনারেল সোলাইমানি হত্যার বার্ষিকীতে ইরাকে বিক্ষোভ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০ , ২:৩৮ অপরাহ্ণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরাকের জনগণ আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন।

গত বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে। ওই হামলায় ইরাকে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসও শহীদ হন।

সমাবেশে শোভা পায় আবু মাহদি আল-মুহান্দিসের ব্যানার-পোস্টার

হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল (শনিবার) ইরাকের রাজধানী বাগদাদের তাহরির চত্বরে হাশদ আশ-শাবির বহু সমর্থক সমবেত হয়ে প্রতিবাদ করেন। ইরাকের শাফাক নিউজ জানিয়েছে, গতকালের সমাবেশে বেশ কিছু সামরিক যান এবং অ্যাম্বুলেন্স সমাবেশে যোগ দেয়।

রাজধানী বিভিন্ন অংশ থেকে লোকজন তাহরির চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ তাহরির চত্বর-অভিমুখী সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পর ইরান প্রকাশ্য প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় এবং ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র : পার্সটুডে