ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইন্দোনেশিয়াকে কয়েকশো কোটি ডলারের সহযোগিতার নামে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প যখন ক্ষমতা থেকে বিদায় নেয়ার শেষ মুহূর্তে দিনগুলো পার করছেন তখনও তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন মুসলিম দেশের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন।
আমেরিকা দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার ওপর নানা চাপ সৃষ্টি এবং প্রলোভন দেয়া সত্বেও জাকার্তা এ ব্যাপারে অনীহা প্রদর্শন করে এসেছে।
আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বা ডিএফসি সোমবার ঘোষণা করেছে যে, ইন্দোনেশিয়া যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় তা হলে তারা কয়েকশো কোটি ডলার পাবে। ডিএফসি হচ্ছে মার্কিন সরকারের একটি প্রতিষ্ঠান যারা বিদেশে অর্থ বিনিয়োগ করে থাকে। এ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম বোয়েলার পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের একটি হোটেলে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার সাথে কথা বলছি। যদি তারা প্রস্তুত হয় তাহলে আমরাও প্রস্তুত এবং আমরা তখন খুশি হব, এমনকি বর্তমানে আমরা যে অর্থনৈতিক সহযোগিতা করছি তার চেয়ে ইন্দোনেশিয়াকে আরো অনেক বেশি সহযোগিতা দেব।”
অ্যাডাম বোয়েলার আরো বলেন, ডিএফসি যদি ইন্দোনেশিয়াকে ১০০ বা ২০০ কোটি ডলারও দেয় তাহলে তিনি বিস্মিত হবেন না।
গত সপ্তাহে ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে যে, তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে জাকার্তা। তবে ইন্দোনেশিয়ার সরকার ওই খবর নাকচ করেছে। সূত্র : পার্সটুডে