টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আগের সংবাদ

বহুল আলোচিত রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

পরের সংবাদ

অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান হামলা

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০ , ১১:৩০ অপরাহ্ণ

ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বিমান হামলা চালিয়েছে। বুধবার এ হামলা চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ইসরাইলের উত্তরাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর সতর্কতামূলক সাইরেনও শোনা গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র দল হামাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল। অবশ্য ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার কথা নিশ্চিত করেনি।

যদিও এক বিবৃতিতে তারা বলেছে, গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরে রকেট হামলা চালানো হয়। এতে দুই ইসরাইলি আহত হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ইসরাইলকে স্বীকৃতি দিয়ে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময়েই ইসরাইলে রকেট হামলা চালানো হলো।