জুনের পয়লা তারিখ পর্যন্ত ব্রিটেনে চলবে লকডাউন। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এই মুহূর্তে ব্রিটেনে লকডাউন তোলার কোনও প্রশ্নই ওঠে না। তবে ১ জুন থেকে শর্তসাপেক্ষে কিছু নিয়ম শিথিল করা হবে। যেমন জুনের ১ তারিখ থেকে কিছু দোকানপাট এবং পাবলিক প্লেস খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে বাইরে থেকে বিমান সফরে ব্রিটেনে আসা সকলকেই বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর ইউরোপেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে নভেল করোনাভাইরাস। ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্রিটেনেই কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, ইতিমধ্যেই প্রায় ৩২ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ১৯ হাজার ১৮৩। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৮৫৫।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে লকডাউন শিথিল করে দেওয়ার অর্থ এতদিন যারা নিয়ম মেনে করোনা সংক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করছিলেন তাদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়া। অতএব এখনই লকডাউন উঠবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১ জুন থেকে বেশ কিছু প্রাইমারি স্কুলও খুলতে পারে। চার থেকে এগারো বছরের বাচ্চাদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হবে। এছাড়া এই বুধবার থেকে নিজের বাড়িতেই খেলাধুলো, এক্সারসাইজ এবং সানবাথ-ও নিতে পারবেন ব্রিটেনের বাসিন্দারা।