ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া, আটক ৪

আগের সংবাদ

ভারতে আক্রান্ত বাড়লেও চালু হচ্ছে ট্রেন

পরের সংবাদ

ফ্রান্স থেকে ওঠে গেল লকডাউন

ঢাকা স্কাই নিউজ

প্রকাশিত: মে ১১, ২০২০ , ৭:০০ অপরাহ্ণ

করোনা ভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। দেশটিতে সোমবার (১১ মে) প্রায় ২ মাস পর লকডাউন শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, কারখানা এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তবে ভাইরাসের দ্বিতীয় আঘাতের আশঙ্কাও রয়েছে।

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ মৃত্যুর দেশটিতে মানুষজন কাজে ফিরেছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু স্কুলও খুলে দেয়া হয়েছে। দেশটির ৬ কোটি ৭০ লাখ মানুষ এখন বিনা বাধায় বাইরে চলাচল করতে পারবে। সোমবার সকালে প্যারিসের রাস্তায় কিছুটা গাড়ির চাপ ছিল এবং মানুষ তাদের দোকানের গ্লাস পরিষ্কার করে নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। রাস্তায় মানুষদের মাস্ক ব্যবহার করতে দেখা যায়।

ব্যবসা খুলে দেয় হলেও নাগরিকরা ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবে না। উল্লেখ্য, এরা আগে লকডাউনের সময় দেশটিতে শুধু খাবারেররও ওষুধের দোকান খোলা থাকার অনুমতি ছিল। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন ২৬ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ।