কন্যা রাশির জাতক-জাতিকাগণের উপর বুধ গ্রহের প্রভাব রহিয়াছে। এই রাশির জাতক-জাতিকাগণ অত্যন্ত আমোদপ্রিয় ও উদ্যমী হইয়া থাকেন। ইহারা একাকী থাকিতে পছন্দ করে না। ইহাদের বন্ধুপ্রীতি অপরিসীম। ইহারা খুবই কর্তব্যপরায়ণ। উহাদের চারিত্রিক বৈশিষ্ট্য সহজে বোঝা যায় না। এরা আইনবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী হইয়া থাকেন। ব্যবসা-বাণিজ্যেও উন্নতির ঝোঁক রহিয়াছে। যৌথ কার্যেও তাহারা সফল হইয়া থাকেন। সকলের জন্য চিন্তা না করিয়া নিজের স্বার্থটি আগে বড় করিয়া ভাবিয়া থাকেন। এক চিন্তার সহিত অপর চিন্তার বৈপরিত্য তাহাদের উন্নতিকে বাধাগ্রস্ত করিয়া তাকে। ব্যবসা, ওকালতি, এজেন্ট অথবা জ্যোতির্বিদ্যায় মনোনিবেশ করলে উন্নতি হইতে পারে। মনকে সুদৃঢ় রাখতে পারলে জীবনে সুখী হিইতে পারেনে। ইহাদের কন্যা, মেষ, মিথুন ও মীন রাশির জাতক-জাতিকাগণের সহিত বন্ধুত্ব বা বিবাহ শুভ হইয়া থাকে। বিদেশি জার্নাল অবলম্বনে : শেখ দৌলত আহমাদ