জামাল কানন

আগের সংবাদ

ঢাকা স্কাই নিউজ | ইউনিকোড কনভাটার | Unicode Converter

পরের সংবাদ
এ মাসের রাশিফল
মীন রাশি [জন্ম: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

আপনার এ মাসটি কেমন যেতে পারে

শুভ রং :
শুভ সংখ্যা :
শুভ দিক :

মীন রাশির জাতক-জাতিকাগণের চারিত্রিক বৈশিষ্ট্য

মীন রাশির জাতক-জাতিকাগণের উপর বৃহস্পতি গ্রহের প্রভাব রহিয়াছে। এই রাশির জাতক-জাতিকাগণ সৎ, উদার ও পরোপকারী হইয়া থাকেন। উহারা ধার্মিক, নম্র ও ন্যায়পরায়ণ হইয়া থাকেন। যথেষ্ট প্রতিভাবান হইলেও মানসিক অস্থিরতার দরুন তা যথাযথ বিকশিত হইতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করিতে গিয়া জীবনে বহুবার বিপদের মুখোমুখি হইতে হয়। ইহারা সাধারণত চিন্তাশীল ও বিচক্ষণ প্রকৃতির হইয়া থাকেন। কিন্তু বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবে অবস্থা হয় বিপরীত। বন্ধুদের অধিকাংশই খল বা দুষ্ট চরিত্রের হইয়া থাকে। উহারা প্রেমের ক্ষেত্রে সফল হন না। কিন্তু বৈবাহিক জীবনে সুখী হইয়া থাকেন। জীবনে অনেক বাধা আসে এবং তা সহজে দূর হয় না। চিকিৎসা, শিল্প-সাহিত্য ও প্রেস বিভাগে কাজ করিলে সফল হইয়া থাকেন। আনন্দময় জীবন কাটানোর জন্য প্রচুর অর্থ উপার্জন করাই উহাদের একমাত্র লক্ষ্য। ইহাদের বৃষ, কন্যা, কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকার সহিত বন্ধুত্ব কিংবা বিবাহ সুখের হইয়া থাকে। বিদেশি জার্নাল অবলম্বনে - শেখ দৌলত আহমাদ