জামাল কানন

আগের সংবাদ

ঢাকা স্কাই নিউজ | ইউনিকোড কনভাটার | Unicode Converter

পরের সংবাদ
এ বৎসরের রাশিফল
মিথুন রাশি [জন্ম: ২১ মে-২০ জুন]

আপনার এ বছরটি কেমন যেতে পারে

শুভ রং :
শুভ সংখ্যা :
শুভ দিক :

মিথুন রাশির জাতক-জাতিকাগণের চারিত্রিক বৈশিষ্ট্য

মিথুন রাশির জাতক-জাতিকাগণের উপর বুধ গ্রহের প্রভাব রহিয়াছে। ইহারা রাশির উদ্যমী ও চঞ্চলমতির হইয়া থাকেন। ইহারা তীক্ষ্ণ মেধাশক্তির অধিকারী ও অস্থিরমনা এবং নরম-গরম উভয় ভাবযুক্ত। ইহারা চিন্তাশীল তবে কিছুটা বাচাল। ইহাদের মনে দ্বৈত চিন্তা ঘুরপাক খায়। কাউকে ভালোবাসে আবার একই সঙ্গে ঘৃণাও করিয়া থাকেন। বিশ্বাস করিয়া আবার সন্দেহও করেন। ইহারা কখনও কৃপণ আবার কখনও উদার প্রকৃতির হইয়া থাকেন। কখনও কুটিল আবার কখনও সরল। প্রয়োজনের চাইতে বেশি ভাবুক। ইহারা কাজপাগল হইলেও কোনটি করিবে তাহা ঠিক করিতে পারেন না। পেশাগত দিক দিয়া আইন, চিকিৎসা, হিসাব, শিল্পসাহিত্য এমনকি জুয়া খেলায়ও যথেষ্ট ঝোঁক রহিয়াছে এবং ইহাতে সাফল্যও পাইয়া থাকেন। ইহারা প্রায়ই বদহজমে ভুগিয়া থাকেন।