মেষ রাশির জাতক-জাতিকাগণের উপর মঙ্গল গ্রহের প্রভাব রহিয়াছে। এই রাশির জাতক-জাতিকাগণ ছোটোবেলা হইতেই তেজদীপ্ত, স্পষ্টভাষী ও নির্ভীক প্রকৃতির হইয়া থাকেন। সাহসিক ও রোমাঞ্চকর কার্য করিতে পারিলে তাহারা খুব আনন্দিত হন। গুরুভক্তি তাহাদের স্বাভাবিক বিষয় হইলেও ইহারা নিজের কাজ বা কথার সমালোচনা একদম সহ্য করিতে পারেন না। ইহারা যথেষ্ট পরিশ্রমী। কায়িক শ্রমের চাইতে মস্তিষ্কের কাজেই অধিক সফল হইয়ে থাকেন। এরা খুব বন্ধুবৎসল হইলেও তোষামোদ পছন্দ করিয়া থাকেন। ইহারা সকলের সহিত সমানভাবে মিশিতে অপারগ। নিজেকে বড় করিয়া দেখা এবং আবেগপ্রবণতা ইহাদের প্রবল হইয়া থাকে। সকল বিষয়ে উহারা প্রধান হইতে ও নেতৃত্ব দিতে পছন্দ করিয়া থাকেন। ইহারা নিজের ক্ষমতাবলে না পারিলেও পেছনের পথ দিয়া আগাইতেও কুণ্ঠাবোধ করেন না। ইহাদের নিকট উন্নতিই আসল বিষয়। তবে সেখানে পৌঁছানোর পন্থাটি যাহাই হউক না কেন। ইহাদের রহিয়াছে প্রবল উদ্ভাবনী জ্ঞানশক্তি। এরা সহজে কথার খেলাপ করেন না। নিজের ক্ষতি হইলেও কথা রক্ষা করিবার চেষ্টা করিয়া থাকেন। ইহাদের মানসিক চাঞ্চল্য খুব বেশি এবং মাঝে মধ্যে তাহাদের উগ্রতা প্রকাশ পায়। কাহারো কথায় প্রথমে কিঞ্চিত ক্ষিপ্ত হইলেও পরে বিনয় বা তোষামোদ পাইলে খুব শীতল হইয়া যান। বিদেশি জার্নাল অবলম্বনে : শেখ দৌলত আহমাদ