জামাল কানন

আগের সংবাদ

ঢাকা স্কাই নিউজ | ইউনিকোড কনভাটার | Unicode Converter

পরের সংবাদ
এ মাসের রাশিফল
কুম্ভ রাশি [জন্ম: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

আপনার এ মাসটি কেমন যেতে পারে

শুভ রং :
শুভ সংখ্যা :
শুভ দিক :

কুম্ভ রাশির জাতক-জাতিকাগণের চারিত্রিক বৈশিষ্ট্য

কুম্ভ রাশির জাতক-জাতিকাগণের উপর শনি গ্রহের প্রভাব রহিয়াছে। এই রাশির জাতক-জাতিকাগণ একাকী থাকিতে পছন্দ করেন। ইহাদের অবসাদ, নৈরাশ্য ও অস্থিরতা ভাব থাকে। গুপ্তবিদ্যায় ঝোঁক আছে। তাহারা বিজ্ঞান, গণিত জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হইয়া থাকেন। কালো কোনও দ্রব্যের ব্যবসা করিলে সফলতা আসিতে পারে। ইহারা ধর্মপরায়ণ, ভাবুক ও দার্শনিক প্রকৃতির হইয়া থাকেন। তাহারা সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিয়া থাকেন। প্রথম জীবনে অনেক কষ্ট পাইলেও পরে সুখ ধরা দেয়। ইহাদের অন্তরে ধেয়ানের ভাব প্রবল থাকে। সাধারণত তাহারা ভালো স্বভাবের হইয়া থাকেন। কিন্তু শনি গ্রহের বিরূপ প্রভাবে ইহারা খল ও নিষ্ঠুর চরিত্রের হইয়া ওঠেন এবং কখনও কুপথে যাওয়ার আশঙ্কা থাকে। উহারা বেশি ঝামেলা পছন্দ করেন না। চাকুরির চাইতে ব্যবসার ভাগ্য ভালো হইয়া থাকে। ইহাদের জীবনে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে অনেক বাধা-বিপত্তি আসে। আবার শুভ ঘটনাও ঘটিয়া থাকে। উহারা একটু খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় সংসার জীবন মধ্যম হইয়া থাকে। বিদেশি জার্নাল অবলম্বনে : শেখ দৌলত আহমাদ