অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’র মতো চলচ্চিত্র নির্মাণ দিয়ে শুরু যার। এবার তিনি পরিচালনা করবেন তার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
সিনেমাটির বিশেষ প্রদর্শনী ছিল গত শনিবার রাতে ঢাকা লিট ফেস্টে। সেখানে অমিতাভ রেজা বলেন, সিনেমাটির বাংলা ভার্সন প্রদর্শিত হচ্ছে। আশা করছি আগামী মাসে (ফেব্রুয়ারি) সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাওয়া যাবে।