মায়ানগরীতে তাকে বলা হয় চির তরুণ। প্রতি জন্মদিনে সকলের বয়স বাড়ে। তার ক্ষেত্রে যেন এমন নয়। মনে হচ্ছে তার বয়স কমেই চলছে।
২৪ ডিসেম্বর অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। ৬৬ বছর পূর্ণ হল তার বয়স। কিন্তু দেখলে বোঝার উপায় নেই- এখন আবার তিনি নানাও হয়েছেন।
বাবা অনিলের জন্মদিনে তাই বেশ আবেগঘন বড় মেয়ে সোনম কাপুর আহুজা। সদ্য মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন তিনি । অনিলের জন্মদিনে তাই নাতি-নানা না-দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোনম। সঙ্গে অবশ্য তাদের বেশ কিছু ছোটবেলার ছবিও ভাগ করে নিয়েছেন।
বাবাকে শুভেচ্ছা জানাতে সোনম লিখলেন, “পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমায় খুব ভালবাসি। তোমার থেকে ভালো বাবা আর কেউ হতে পারে না। তোমায় বাবা হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত।”
তিন ছেলেমেয়ে আর জামাইকে নিয়ে সুখের সংসার অনিলের। সঙ্গে চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজও। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফাইটার’ নামক আরও একটি ছবির ঘোষণা ইতোমধ্যেই হয়ে গেছে। এছাড়াও অপেক্ষায় রয়েছে আরও একগুচ্ছ ছবি।