সারা আলি খান একান্তে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। পুলের পাশে বসে সারার সঙ্গে বরুণ সময় কাটাচ্ছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সারা যখন ওই ছবি শেয়ার করেন, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। ‘কুলি নম্বর ওয়ান পার্ট টু’-এর শুটিং সবে শেষ করেছেন সারা আলি খান এবং বরুণ ধাওয়ান। ওই ছবিরই একটু একটু করে প্রমোশন শুরু করেছেন।
কুলি নম্বর ওয়ানের পার্ট টু-এর শ্যুটিং করতে গিয়ে যে বরুণ ধাওয়ানের সঙ্গে সারার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। এবার ওই সিনেমার শুটিংয়ের মাঝ থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন সাইফকন্যা সারা। যা দেখে সারা এবং বরুণের অনুরাগীরা খুবই উচ্ছ্বসিত।
‘কুলি নম্বর ওয়ান পার্ট টু’-এর শুটিং শেষ করার পর বর্তমানে ‘আতরঙ্গি রে’-র শুটিং শুরু করেছেন সারা আলি খান। এই সিনেমায় সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয় কুমার এবং ধনুষ। সম্প্রতি ‘আতরঙ্গি রে’-তে অক্ষয় কুমারের শাহজাহানের লুক শেয়ার করেন সারা। পাশাপাশি অক্ষয়ের সঙ্গে যে সারার বেশ কিছু মজার মুহূর্তও শেয়ার করেন সারা আলি খান।
ঢাকা স্কাইনিউজ/এস এম দৌলত