ঢাবি ও বুয়েট বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায়

আগের সংবাদ

বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ যুক্তরাষ্ট্রে নির্বাচিত

পরের সংবাদ

অনলাইনেই নির্ভর!

রহমত উল্লাহ সৌরভ

ডিএসএন বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২০ , ১:০৭ অপরাহ্ণ

 

সিনেমা হলগুলো কবে খুলবে, তা এখনও নিশ্চিত নয়। খোলার পরে দর্শক সমাগমও অনিশ্চিত। সেই কারণেই হয়তো একের পর এক প্রযোজক অনলাইন প্ল্যাটফর্ম এ ছবি মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন। সুজিত সরকার, করণ জোহরের পরে এ বার অজয় দেবগানের নাম শোনা যাচ্ছে। অজয়ের প্রযোজনা ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘দ্য বিগ বুল’ দু’টি ছবি রয়েছে। সেই দু’টিই অনলাইনে মুক্তির পরিকল্পনা করেছেন এ নায়ক ও প্রযোজক।
‘ভুজ’ ছবিটির কিছু অংশের শুট এখনও বাকি। ‘দ্য বিগ বুল’-এর পোস্ট প্রোডাকশন শেষ পর্যায়ে। সূত্রের খবর, ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের উপরে তৈরি ওয়র ড্রামা ‘ভুজ’-এর বাকি থাকা অংশ নাকি এডিট এবং স্পেশ্যাল এফেক্টসের মাধ্যমে সেরে ফেলার কথা ভাবছেন নির্মাতারা।

প্রযোজকের পাশাপাশি অজয় ছবির প্রধান চরিত্রও। এ ছাড়া রয়েছেন সঞ্জয় দত্ত ও সোনাক্ষী সিনহা। আর্থিক কেলেঙ্কারির সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘দ্য বিগ বুল’-এ অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইলিয়ানা ডিক্রুজ় প্রমুখ। এই দু’টি ছবির মধ্যে ‘দ্য বিগ বুল’-এর অনলাইন প্রিমিয়ার প্রায় নিশ্চিত। বড় ক্যানভাসের পিরিয়ড ড্রামা ‘ভুজ’ও এভাবেই মুক্তির কথা ভাবছেন অজয়। আপাতত করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত অনলাইনেই ভরসা রাখছেন ছবির প্রযোজকরা।