মা হতে চলছেন টলিউডের মিষ্টি নায়িকা শুভশ্রী। এবছরই রাজ ও তার মাঝখানে নতুন সদস্য আসছে বলে জানিয়ে দিলেন তিনি।
২ বছর আগে ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর। সে বিয়ে ছিল দেখার মতো। এমনকী, তারা দু’জনের প্রেম পর্বও কোনও সিনেমার স্ক্রিপ্ট থেকে কম নয়। তবে সে সব এখন অতীত। এবার শুভশ্রী-রাজ একেবারে তৈরি মা-বাবা হওয়ার জন্য। তাই তো দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই একেবারে স্টাইলিশভাবে ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তাদের এই সু-খবর। টিশার্টে গ্রাফিক্স আর হাতে বোর্ড নিয়ে সবাইকে জানালেন ‘বেবি কামিং ২০২০’।
ইনস্টগ্রামে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি সুখবর। আমাদের দু’জনের হাত ধরতে খুব শীঘ্রই আসছে একজন। উই আর প্রেগন্যান্ট।