মহামারি করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া ১ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রবিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন ও ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চেক প্রদান করেন। একইদিনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে প্রায় ১০ লাখ টাকার চেক প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
চলমান করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে সহযোগিতার জন্য গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জরুরি সভায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।