ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি গঠিত

আগের সংবাদ

লেখা না থাকলে আমি বাঁচতে পারতাম না : সুবোধ সরকার

পরের সংবাদ

বিরল প্রজাতির একমাত্র সোনালি বাঘ

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাই নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২০ , ২:২৪ পূর্বাহ্ণ

নিজের মতো দেখতে স্বজাতি সঙ্গি জোটে না তার। কারণ আর কেউ বেঁচে নেই সমগোত্রের। এই বিরাট পৃথিবীতে সে একা এবং অদ্বিতীয়। এ হেন একমাত্র সোনালি বাঘটির বসবাস ভারত শাসিত আসামের কাজিরাঙায়।

বাঘ এমনিতেই বিপন্ন প্রজাতির প্রাণী। ভারত ব্যাঘ্র সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখছে বহু বছর ধরে। পরিসংখ্যান বলছে, সম্প্রতি দেশে বাঘের সংখ্যা একটু হলেও বেড়েছে। এ হেন প্রাণীর বিশেষ প্রজাতির একমাত্র সদস্যও যে ভারতেই রয়েছে, অনেকেই জানতেন না। বিষয়টি মনে করিয়ে দিয়েছেন আইএফএস পরভিন কাসওয়ান। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্দ্রের তোলা সোনালি বাঘের একটি ছবি পোস্ট করেন তিনি। এখন সেই ছবিই ভাইরাল। পোস্ট করে তিনি জানান, এই সোনালি বাঘ রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে।

পরভিনই জানিয়েছেন, এই সোনালি বাঘ আসলে রয়্যাল বেঙ্গল টাইগারই। জিনগত পরিবর্তনের কারণে রং হয়েছে সোনালি। চিত্রগ্রাহক ময়ূরেশ বাঘটির নাম দিয়েছেন গোল্ডি। পরভিন জানালেন, এমনিতে চিড়িয়াখানায় বা ব্যাঘ্র প্রজনন কেন্দ্রে সোনালি বাঘ রয়েছে। কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। কিন্তু খোলা বনে গোটা দুনিয়ায় একটিও নেই।