মেসি পাচ্ছেন অষ্টম ব্যালন ডি’অর

আগের সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : আইজিপি

পরের সংবাদ

হামাস ইসরাইল সংঘাতে নিহত বেড়ে সাড়ে ৫ হাজার ছাড়াল

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ৬:৩২ অপরাহ্ণ

হামাস ও ইসরাইলের সংঘাতে এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি এবং ১ হাজার ৪০০ ইসরাইলির প্রাণ গেছে। গত ৭ অক্টোবর শুরু হয়ে ১৪ দিন ধরে দুপক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ইসরাইলি হামলায় গাজায় নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ১৩ হাজার ২৬০ জন।

আশরাফ আল-কুদরা জানান, ইসরাইলের হামলায় গাজার ৭টি হাসপাতাল ও ২১ টি স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে পড়েছে। ইসরাইলের গোলাবর্ষণে এ পর্যন্ত ৪৬ জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন। গাজায় ইসরাইলের এহেন কমকাণ্ডকে ‘নির্মম হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন তিনি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গাজার আল-ওমারি মসজিদ ভেঙে চুরমার হয়ে গেছে। এটি ছিল ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এবং সপ্তম শতকের একটি ঐতিহাসিক মসজিদ।

এদিকে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীর থেকে ৫৪৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, এদের মধ্যে ৩৭৫ জন হামাসের সদস্য।

আইডিএফের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গত রাতে গাজার প্রায় ১০০ স্থানে হামলা চালিয়েছে ইসরাইল।