প্রধানমন্ত্রী দেশে ফিরলেন

আগের সংবাদ

হারুনকাণ্ডে তদন্ত কমিটি সময় পেল আরও ৫ দিন

পরের সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়

তেহরানের ৬০০ কোটি ডলার অবমুক্ত

 অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ

 

নিকট ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় শুরু হবে বলে আশাবাদী তেহরান। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলারের সম্পদের অবমুক্ত করাও কথাও বলছে দেশটি।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে তিনি বলেছেন, বন্দি বিনিময় এবং জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি আলাদা ইস্যু। এর একটির সঙ্গে অন্যটি সংশ্লিষ্টা নেই। ওয়াশিংটনের জব্দ করা তেহরানের ওই অর্থ কাতারের ব্যাংকগুলোতে ট্রান্সফার করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে সূত্র বলেছিল, এই সপ্তাহের প্রথম দিকে কাতারের ব্যাংকগুলোতে ইরানি তহবিল স্থানান্তর শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়, ওই অর্থের বিনিময়ে ইরানে আটক পাঁচজন মার্কিন দ্বৈত নাগরিককে মুক্তি দেবে তেহরান। অপরদিকে একই সংখ্যক ইরানি বন্দিকে মুক্তি দেবে ওয়াশিংটন।

প্রথম পদক্ষেপ হিসেবে ইরান গত ১০ আগস্ট তেহরানের এভিন কারাগার থেকে পাঁচ মার্কিন নাগরিককে বের করে স্থানীয় হোটেলে গৃহবন্দি করে রেখেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ওই পদক্ষেপকে বন্দি বিনিময় প্রক্রিয়ার প্রথম ধাপ বলে অভিহিত করেছিলেন।