লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রাকৃতিক দুর্যোগ যেন লেগেই আছে! ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে গত ১৬ জুন মেসিবরণ অনুষ্ঠান শুরু হয়েছিল দুই ঘন্টা দেরিতে। আজ একই কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে দেড় ঘণ্টা। তাতে অবশ্য ম্যাচের ফলে প্রভাব পড়েনি। মেসি প্রতিপক্ষের ওপর দিয়ে যে বইয়ে দিয়েছেন আরেক দুর্যোগ; যেটাকে মায়ামির সবুজ গালিচায় বিদ্যুচ্চমক বলা যেতে পারে।
ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছেন মেসি। গত ২৬ জুলাই ক্লাবটির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও করেছিলেন জোড়া গোল। আর অভিষেক ম্যাচের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে গোল করে দলকে জিতিয়েছিলেন। মেসির ভেলায় চড়ে লিগস কাপের শেষ ষোলোতেও উঠে গেছে মায়ামি।
মায়ামির জার্সিতে মেসির আগের দুই ম্যাচে অবশ্য সেভাবে উত্তাপ ছড়ায়নি। প্রতিপক্ষ ক্রুজ আজুল ও আটলান্টা ইউনাইটেডের খেলোয়াড়রা মেসির মতো কিংবদন্তির সঙ্গে খেলতে পেরেই হয়তো নিজেদের ধন্য মনে করেছেন। ম্যাচ শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা দেখে সেরকমই মনে হয়েছে।