মৃত গ্রাহকের ১ কোটি ৩৩ লাখ টাকা জালিয়াতি করেছেন ব্যাংক কর্মকর্তা। ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার গ্রাহক মোহাম্মদ সাঈদ মারা যান ২০২০ সালের ২ জানুয়ারি। তার মৃত্যুর আট মাসের মাথায় তথ্য গোপন করে তার স্বাক্ষর নকল করে ওই ব্যাংক হিসাবে নতুন মোবাইল ফোন নম্বর সংযুক্ত করার আবেদন করেন রমজান আলী নামের এক ব্যক্তি। তিনি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার একজন নিরাপত্তারক্ষী। তার এ আবেদন যাচাই–বাছাই না করেই মৃত সাঈদের ব্যাংক হিসাবে রমজানের মোবাইল ফোন নম্বর যুক্ত হয়। এরপর ২০২১ সালের ২৮ অক্টোবর থেকে ২০২২ সালের ৩ নভেম্বরের মধ্যে রমজান আলী ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপ ব্যবহার করে ১ কোটি ৩৩ লাখ ১ হাজার ২০০ টাকা তুলে নেন। এ জালিয়াতির ঘটনায় জড়িত ব্যাংকের দুই কর্মকর্তা সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. অলিউল্লাহসহ আরেকজন। এ ঘটনায় ব্যাংকের করা মামলায় রমজান আলী ও অলিউল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে। আরেক কর্মকর্তাকে এখনো গ্রেফতার করা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা থোয়াই চনু মার্মা সাংবাদিকদের বলেছেন, একটি চক্র মৃত সাঈদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের নিরাপত্তারক্ষী রমজানকে ব্যবহার করা হয়েছে। এ জালিয়াতির ঘটনায় রমজান ও অলিউল্লাহ ছাড়া অন্য যারা জড়িত রয়েছেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।