ঢাকাই সিনেমার বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। গেল শুক্রবার বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে সিনেমাটি দেখতে গেলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অঞ্জনা, নিপুণসহ অনেকেই।
এসময় অপু বলেন, ‘ঈদের দিন থেকে “লাল শাড়ি” ভালো চলছে, দর্শকরাও ভালো বলছে। আজকে আমাদের সিনেমার শিল্পী-কলাকুশলী সিনেমাটা দেখতে এসেছি। খুব ভালো লাগছে। দর্শক অন্যদের সিনেমা পাশাপাশি আমাদের সিনেমাটা দেখছে। ভালো রিভিউ দিচ্ছে।’
আরও পড়ুন: অপুর সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শাকিবের শুভেচ্ছা
চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘দ্বিতীয়বার দেখলাম খুব ভালো লাগছে। এই রকম সিনেমা আরও মুক্তি পাক আমি চাই। গত বছর থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে। “লাল শাড়ি” আমি আগে দেখেছি। আবারও দেখলাম। সিনেমাটা আমাদের মাটির গল্প। আমি দর্শকদের আহ্বান জানাবো বাংলা সিনেমা দেখার জন্য।’
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘খুব ভালো লাগছে। অপু বিশ্বাসকে ধন্যবাদ। এত সুন্দর সিনেমা দর্শকদের উপহার দেওয়া জন্য। আশা করছি, সামনে তার প্রযোজিত আরও সিনেমা দর্শক দেখবে।’
‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।