ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে জেনেভায় প্রধানমন্ত্রী

আগের সংবাদ

যে কৌশলে ধরা পড়েন সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু

পরের সংবাদ

আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরী শিক্ষার বিকল্প নেই : হাফিজুর রহমান

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ৮:৩৯ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরী শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমাদের সন্তানদেরকে কারিগরী শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, সরকার উপজেলা পর্যায়ে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রজেক্ট গ্রহণ করেছেন। যাতে গ্রামের ছেলে-মেয়েরা সহজে কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষ নাগিরিক হতে পারে। এ শিক্ষা যতো প্রসার হবে, ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও দেশ ততো উন্নত হবে।

১৭ জুুন শনিবার সকাল ১০টায় “একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ” এ শ্লোগান নিয়ে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে পটুয়াখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে উদ্ভাবনী প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বারের সভাপতিত্বে ও ইন্সঃ (পদার্থ) জসিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র মহিউদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসেট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর বিএম শরিফুল ইসলাম। কলেজের ইন্সঃ (গণিত) মাহবুব আলম, ইন্সঃ (গণিত) আবু সাইদ, ইন্সঃ (ওয়েলডিং) আবু বকর সিদ্দিক, ইন্সঃ (পদার্থ) প্রিয়াংকা সরকার, জুনিয়র ইন্সঃ (ইলেকট্রিক) জাফর হোসেনসহ শিক্ষার্থীরা।

উদ্ভাবনী প্রতিযোগিতায় বিভিন্ন ট্রেডের ১৫টি স্টলে নিজেরদের তৈরি যন্ত্রপাতির মাধ্যমে সহজ পন্থায় সোলার বিদ্যুৎ, পানি সেচ, পরিবেশ, ফরমালিনমুক্ত মাছ সংরক্ষণ, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয় উদ্ভাবন করেন শিক্ষার্থীরা।