পটুয়াখালী পৌর শহরের মিঠাপুকুর সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ ১৫ পরিবারে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। ৯ মে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নিঃস্ব অসহায় ১৫ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবির (সোহেল ভুঁইয়া), জেলা পরিষদ সদস্য ইঞ্জিঃ এ্যাডভোকেট জামাল হোসেন, সদস্য নুরুন্নাহার শেলী, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ কর্মকর্তা।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের পক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সহায়তা দিচ্ছে। এ সহায়তা অব্যাহত থাকবে। কোন ধরনের দুঃচিন্তা না করার জন্য ক্ষতিগ্রস্থদের প্রতি পরামর্শ দেন তিনি।