রাজধানীর কমলাপুরে বাবে মদিনায় (দেওয়ানবাগ শরীফে) পালিত হলো বিশেষ আশেকে রাসূল (স.) সম্মেলন।
পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি-এর ১৫ বছর ও হযরত হামিদা বেগম দয়াল মা (রহ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে গত ৫মে শুক্রবার কমলাপুর বাবে মদিনায় দিনব্যাপী আশেকে রাসূল সম্মেলন অনুষ্ঠিত হয়।
আশেকে রাসূল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা (রহ.) দেওয়ানবাগী হুজুরের জ্যেষ্ঠ সাহেবজাদা ও বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের পরিচালক ড. সৈয়দ এএফএম নূরে খোদা আল আযহারি (মা. আ.) হুজুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দেওয়ানবাগী হুজুরের সেজো সাহেবজাদা ড. সৈয়দ এএফএম ফজল এ খোদা (মা. আ.) হুজুর এবং ছোট সাহেবজাদা ও কেন্দ্রীয় রওজা শরীফ বাবে মদিনার পরিচালক প্রফেসর ড. সৈয়দ এএফএম মঞ্জুর এ খোদা (মা. আ.) হুজুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অলি-আল্লাহগণের জন্মদিন সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে। মনে-প্রাণে বিশ্বাস রেখে দিনটি পালন করলে এ দিনের বরকতে সাধারণ মানুষের বালা-মছিবত, অভাব, অনটন দূর হয়। সাধারণ মানুষ মুক্তি পেয়ে থাকেন। তাই সকলের উচিত এ দিনগুলোকে যথাযথ মর্যাদায় পালন করা।
মুসলিম উম্মাহর জন্য দিক-নির্দেশনামূলক আলোচনা করেন ইমাম ড. ফজলে খোদা ও ইমাম ড. মঞ্জুর এ হুজুর। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আশেকে রাসূল সম্মেলন অনুষ্ঠিত
এদিকে একই দিনে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি-এর ১৫ বছর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বাবে মোর্শেদ দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হয় আশেকে রাসূল সম্মেলন।
মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা (রহ.)-এর মেঝো সাহেবজাদা ইমাম প্রফেসর ড. সৈয়দ এএফএম কুদরত এ খোদা (মা. আ.) বিশেষ আশেকে রাসূল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।