লিসবন সিটির পদক দিয়ে নিজের সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করতে যাচ্ছেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৪ মে) লিসবন শহরের পক্ষ থেকে রোনালদোকে সম্মানিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা মাদেইয়া দ্বীপে জন্ম ও বেড়ে উঠে। এরপর ১৯৯৭ সালে ১২ বছর বয়সে একা চলে আসেন লিসবনে। লিসবন ক্লাব স্পোর্টিং এর একাডেমিতে যোগ দেন।
রোনালদোকে পদক দিয়ে সম্মানিত করার ঘোষণা দিয়ে শহর কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২০০৩ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ‘তাৎক্ষনিকভাবে (লিসবনের) ইতিহাসে যুক্ত হয়ে পড়েছেন’ তিনি।
বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি এমন এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা, যিনি লিসবনে মানুষ হয়েছেন, যিনি তার জন্মস্থানের পরিচয় ছাড়াও শহরের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে অনন্য এক লিসবনিয়ান হয়ে উঠেছেন। রোনালদো সবসময় এই শহরকে সমর্থন দিয়েছেন, প্রচার করেছেন এবং লিসবনের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।’ ক্রিশ্চিয়ানো রোনালদো একজন মহান লিসবনিয়ান হলেও এটিকে কখনো (আনুষ্ঠানিক) স্বীকৃতি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন মেয়র।