জুয়ায় বড় অঙ্কের অর্থ গচ্চা নেইমারের

আগের সংবাদ

বাউফলে বাড়িঘর দখলে নিতে হামলা, আহত দুই

পরের সংবাদ

মালয়েশিয়া ৩ মাসে ১২ হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ , ১২:৪৬ অপরাহ্ণ

এ বছরের জানুয়ারির শুরু থেকে ২৯ মার্চ পর্যন্ত ১২ হাজার ৩৮০ জন বিদেশি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানান। খবর: দ্য স্টার’র।
এদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ আর দুই হাজার ৭৭৪ জন নারী রয়েছেন এবং বেশিরভাগই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।
তিন ক্যাটাগরির বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে- এক হচ্ছে যারা কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন। দ্বিতীয়ত, অভিবাসন অধিদপ্তর যাদেরকে বিভিন্ন সময়ে আটক করেছে আর তৃতীয়ত আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে।
মালয়েশিয়ার অস্থায়ী বন্দিশালাসহ ২১টি অভিবাসন ডিপোতে এখনও ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসী রয়েছেন।
মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক জানান, এ বছরের ১০ জানুয়ারি ঘোষিত মানবসম্পদ সংস্কার কর্মসূচির আওতায় ইলিগ্যাল ইমিগ্রান্টস রিক্যালিব্র্যাশন প্ল্যান ২.০-এর অধীনে ২৭ হাজার ৫৭২টি প্রতিষ্ঠান তাদের তিন লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছে।