আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

আগের সংবাদ

রাজধানীর বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক

পরের সংবাদ

ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে বুধবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ

সপ্তাহের প্রথম কর্ম দিবস ছিল গতকাল রোববার। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরের পর ছিপ ছিপ করে ঝরেছে বৃষ্টি। অল্প বৃষ্টিতেও রেকর্ড সৃষ্টি হয়েছে। মাত্র ১৩ মিলিমিটার বৃষ্টি, তাতেও চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি বলছে আবহাওয়া অধিদপ্তর। এমন বৃষ্টিতে কমেছে ধুলাবালি। এতে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মেঘ-বাদলার আবহাওয়া আরও অন্তত তিন দিন রাজধানীসহ সারাদেশে থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নেত্রকোনায় ৮২ মিলিমিটার।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এখন কালবৈশাখীর মৌসুম। তাই হঠাৎ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এখন যেভাবে হচ্ছে সেটা আরও দু-এক দিন থাকবে।