মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০

আগের সংবাদ

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করে র‌্যাব : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

রাজধানীতে দিনের শুরুতে সামান্য বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:৩৯ অপরাহ্ণ

রাজধানীতে আজকের দিনটাই শুরু হয়েছে মেঘলা আকাশ নিয়ে, তারপর সামান্য বৃষ্টি। তবে বেলা ১১টার দিকে কিছু কিছু স্থানে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। ঢাকায় যে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস ছিল গতকালই।

পটুয়াখালীতেও বৃষ্টি

পটুয়াখালীতে দিনের শুরুতে বৃষ্টি হয়েছে। সকাল ৭টায় বৃষ্টি শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী স্থায়িত্ব হয়। সামান্য বৃষ্টি হওয়ায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে। পটুয়াখালীতে সারাদিনই আকাশ মেঘলা আকার ধারণ করে রয়েছে।
রাকিব নামে একজন ব্যবসায়ী জানান, পটুয়াখালী শহরে দিনের শুরুতে বৃষ্টি হওয়াতে ব্যাপক ভোগান্তির মাঝে পড়তে হয়। ব্যবসা প্রতিষ্ঠানে যেতে রওয়ানা দিলে বৃষ্টিতে সবকিছু ভিজে যায়। ভিজা কাপড় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হয়েছে।